• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ১০:০৪:৩১ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ১৭ এপ্রিল বুধবার ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস’২৪ উদযাপন উপলক্ষে আলোচনার সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তন সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।




    এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, সহকারী সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আমিন উল্লাহ, বি,আর,ডি,বি কর্মকর্তা মুহাম্মদ আলী নুর মিয়াজী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।




    বক্তারা বলেন মুজিব নগর সরকার গঠন করেন কুষ্টিয়া জেলার মেহের পুর। মুজিব নগর সরকার গঠতি হওয়ার পর মুক্তিযোদ্ধা পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণ নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। মুজিব নগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্হাপন করে এইসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা সমর্থন আদায়ের চেষ্টা করে।

    আরও খবর 27

    Sponsered content