• মহানগর

    চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে আয়কর তথ্যসেবা মাস শুরু

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১০:২৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কর কার্যালয়গুলোতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে আয়কর তথ্যসেবা মাস। উৎসবমুখর পরিবেশে করদাতারা রিটার্ন দাখিল করছেন।

    বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় কর অঞ্চল ১ এর কমিশনার শাহাদাৎ হোসেন শিকদার ফিতা কেটে, বেলুন উড়িয়ে আয়কর তথ্যসেবা মাসের উদ্বোধন করেন।

    তিনি বলেন, সম্মানিত করদাতাদের সেবা দিতে আমরা প্রস্তুত।




    রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র দিব। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেলসহ দেশের উন্নয়নে করদাতাদের করের অবদান রয়েছে। নগরের পাশাপাশি ছয় উপজেলায় করসেবা দেওয়া হবে, নির্বিঘ্নে যাতে কর দিতে পারেন। এ বছর নতুন আইনে কিছু পরিবর্তন এসেছে। তাই ৩০ নভেম্বরের মধ্য কর কার্যালয়ে এসে রিটার্ন দিলে সুবিধা হবে।

    এ সময় কর অঞ্চল ২ এর কমিশনার ড. শামসুল আরেফিন, কর অঞ্চল ৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মো. মামুন, কর অঞ্চল ৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন, কর আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।




    নতুন আইনে রিটার্ন দাখিলের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, রূপালী ব্যাংক লিমিটেডের অটোমেটেড চালান বুথসহ বিভিন্ন সেবা রয়েছে এক ছাদের নিচে। ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর বিষয়ক তথ্য ও সেবা পাবেন করদাতারা।

    চট্টগ্রামের চারটি কর অঞ্চলে প্রথম দিন মোট রিটার্ন দাখিল হয়েছে ২৫০২টি। মোট রাজস্বের পরিমাণ টাকা ৬৭ লাখ ১৪ হাজার ৩৪৪ টাকা।




    আরও খবর 25

    Sponsered content