• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম স্বরণ উৎসব প্রস্তুতি সভা

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ১০:০৩:৫০ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ: চট্টগ্রামের আনোয়ারা সদরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে ঠাকুরের ১৩৬ তম স্বরণ উৎসব দুদিন ব্যাপী উদযাপন করার লক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছে সৎসঙ্গ প্রাঙ্গনে।

    এতে কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শংকরাশীষ দেব এর পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্ত।




    আলোচনা অংশ নেন রণজিৎ চৌধুরী, প্রান্ত পাল ১৩৫ তম স্বরণ উৎসব এর হিসাব প্রদান করেন।

    আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুদিন আড়ম্বরপূর্ণ স্বরণ উৎসব পালনের জন্য পলাশ চক্রবর্তীকে আহবায়ক ও সময় চক্রবর্তীকে সদস্য সচিব সুশান্ত পালকে অর্থসম্পাদক নির্বাচিত করে একান্ন সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন পরিষদ গঠন করেন।




    অনুষ্ঠানের সার্বিক বিষয়ে আলোচনা করেন রতন চৌধুরী, প্রদীপ ধর, আন্না বিশ্বাস, শান্তনু ভট্টাচার্য, কাঞ্চন কান্তি দাশ, বিষ্ণু মজুমদার , শিমুল দাশ,বিপ্লব দাশগুপ্ত।

    বিশ্বশান্তি মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দন চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ চক্রবর্তী, সুকান্ত দেব,বিজয় মিত্র,অনয় চক্রবর্তী,কৃপা চক্রবর্তী, মুক্তা নন্দী, কাজল ঘোষ, পুজন দাশ, প্রমুখ।




    আরও খবর 28

    Sponsered content