• জাতীয়

    চট্টগ্রামের দুই থানাসহ চার থানার ওসি বদলির নির্দেশ ইসির

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ১০:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আরও চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।




    চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে বদলি নির্দেশনা দেওয়া হয়েছে।

    গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে ইসি। সেই নির্দেশনার পর ধারাবাহিকভাবে প্রস্তাব পাঠাচ্ছে মন্ত্রণালয় দুটি। ইসিও এতে সম্মতি দিচ্ছে। এছাড়াও নির্বাচন কমিশন কোনো অভিযোগ পেলে বদলির নির্দেশনা দেয়।




    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

    আরও খবর 17

    Sponsered content