• উত্তর চট্টগ্রাম

    জেলা পরিষদ সদস্য পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ১০:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : চট্টগ্রাম জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে এডঃ জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ শত ১৪ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডঃ উম্মে হাবিবা বই প্রতীক নিয়ে ৩ শত ১১ ভোট পেয়েছেন। চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ এনামুল হক বেসরকারি ভাবে ওই ফলাফল ঘোষণা করেন।




    ২৮ এপ্রিল রবিবার সকাল ৯ হতে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩টি কেন্দ্রে এ আসনের মোট ভোটার সংখ্যা ৬ শত ৫১ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায় তিনটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৬৫১ জনের মধ্যে ৬২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করেন।তমধ্যে ৩টি ভোট বাতিল হয়।

    চট্টগ্রাম জেলা সিনিয়র কর্মকর্তা মোহ এনামুল হক বলেন, ভোটের বিশ্লেষণে দেখা যায় ফটিকছড়ি কেন্দ্রে ২৬২টি ভোটের মধ্যে ২৫৪টি, হাটহাজারী কেন্দ্রে ১৯১টি ভোটের মধ্যে ১৮২টি এবং রাউজান কেন্দ্রে ১৯৮টি ভোটের মধ্যে ১৯১ টি ভোট কাষ্ট হয়।তমধ্যে ফটিকছড়িতে ২টি ও হাটহাজারীতে ১টি ভোট বাতিল হয়। বিজয়ী এডঃ জুবাঈদা ছরওয়ার নিপা ফুটবল প্রতিকে ফটিকছড়িতে ১৯৫ টি,তার নিকটতম প্রতিদ্বন্দী উম্মে হাবিবা বই প্রতিকে পেয়েছে ৫৭ টি,হাটহাজারীতে পেয়েছে ফুটবল প্রতিকে ১১৯ টি।আর বই প্রতিকে পেয়েছে ৬৩ টি।রাউজানে ১৯১টি ভোট সবটি পেয়েছে বই প্রতিকের উম্মে হাবিবা জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ফুটবল প্রতিকে কোন ভোট পাইনি।




    বিজয়ী এডঃ নিপা বলেন, রাউজানে এভাবে প্রভাব বিস্তার না করলে ভোটের ব্যবধান আরও বেশি হত।আমি হাটহাজারী, ফটিকছড়ি জনপ্রতিনিধিদের নিকট কৃতজ্ঞ।আমি সবাইকে নিয়ে কাজ করে যাব।




    প্রসংগত চট্টগ্রাম জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি দিলওয়ারা ইউছুপ। জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ওই ওয়ার্ডের আসন শুন্য হয়। ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও নগরীর ১,২,৩,৭ও ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত জেলা পরিষদ (২নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসন সদস্য জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফাতেমা বাপের বাড়ির বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ছরওয়ার কামাল চৌধুরী মেয়ে এবং চট্টগ্রাম উত্তর জেলা মহিলা যুব আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দায়ীত্ব পালন করেছেন ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদকের দায়ীত্ব পালন করেছেন।




    আরও খবর 27

    Sponsered content