• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে অভিযান: ৩৪ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ১০:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: সোমবার ৩ এপ্রিল সোমবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির সানি।




    এই সময় দোকানের সামনের চলাচলের পথে বা ফুটপাতে ব্যবসায়ীগণ অস্থায়ী মালামাল রেখে বাজারে আসা লোকজনদের চলাচলের ভোগান্তি সৃষ্টির কারণে দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারায় মোট ২০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৩৩,০০০ টাকা এবং রাস্তার উপর ফুটপতে বসানো দোকানে বিদ্যুতের সংযোগ দেয়ার অপরাধে অপর এক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়।




    দন্ডিত ২১ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সর্বমোট ৩৪,০০০ টাকা জরিমানা করা হয়। এই সময় ভ্রাম্যমান আদাতেকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণী প্রতিনিধিকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রহমান সানি ।




    আরও খবর 27

    Sponsered content