• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৪ , ১০:১৩:০৮ প্রিন্ট সংস্করণ

    মো: শহিদুল ইসলাম শহীদ: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি, উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ মার্চ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা।




    উপজেলা প্রশাসনের আয়োজনে, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মোঃ এমরান এর সঞ্চালনায় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃমিরোব আল রহমান, থানচি থানার এসআই আলমগীর।




    এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানচি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খামলাই ম্রো, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,ব্যবসায়ী পলাশ, মোঃ জয়নাল আবেদীন সিকদার প্রমুখ।

    এছাড়াও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ফায়ার ফাইটার, থানচি বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃনদ দিবসে অংশ গ্রহণ করেন।




    থানচির গরু থানচিতে জবাই করে গরু মাংসের দাম কেজি ৯০০ টাকার কারনে গ্রাহকদের নাগালের বাইরে বিষয়ে কথা বলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া বাজারে ব্যবসায়ীদের মুল্য তালিকা টাঙানো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

    আরও খবর 29

    Sponsered content