• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ১ জনকে ১৫ দিন কারাদণ্ড ও ১টি স্কেভেটর ১টি গাড়ি জব্দ

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৩:৫৯ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ২৭ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের কর্নফুলি চা বাগান সংলগ্ন রক্তছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিকাল ৫ টায় এ অভিযান পরিচালনা করেন।




    এ সময় স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে নাল জমির মাটি (টপ সয়েল) কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা, পরিবহন করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মোঃ বাদশা (২৩),পিতা- সিরাজুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। তা ছাড়া ঘটনাস্থল থেকে মাটি খননের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও একটি মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ি (ট্রলি) জব্দ করা হয়।




    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ স্যাজিস্ট্রট এ টি এম কামরুল ইসলাম।

    আরও খবর 27

    Sponsered content