• মহানগর

    নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

      প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ১০:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরে ক্রয় ভাউচার ও মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে রিয়াজউদ্দিন বাজার ও খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।




    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ক্রয় ভাউচার ও মূল্য তালিকা না রাখায় মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ৫ হাজার ও বিএম টের্ডাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে নিম্মমানের মরিচের সঙ্গে অপদ্রব্য মিশ্রণ করে গুঁড়া মরিচ প্রক্রিয়াজাত করার দায়ে খাতুনগঞ্জের মেসার্স আবু তাহের এন্ড সন্সকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।




    প্রতিষ্ঠানটি গত ২০ জুন সিলগালা করা হয়েছিল। আজ জরিমানা আদায় ও লিখিতভাবে মুচলেকা নেয়ার মাধ্যমে সেটি খুলে দেওয়া হয়।




    তিনি আরও জানান, নগরের ওয়াসার মোড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে লাইফ কেয়ার মেডিসিন সেন্টারকে ৫ হাজার ও নুরজাহান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।




    আরও খবর 25

    Sponsered content