• খেলাধুলা

    চট্টগ্রামে ইয়ুথ দাবায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন “প্রিমা”

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম জেলা ইয়ুথ দাবায় বালিকা বিভাগে ৬ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে তাসফিয়া তাহসিন প্রিমা।৫রাউন্ড শেষে ২য় স্থানে থাকা সানোয়ারাকে ৬ষ্ট রাউন্ডে পরাজিত করে চ্যাম্পিয়ানশীপ নিশ্চিত করেছে সে।

    আসন্ন জাতীয় ইয়ুথ দাবায় অংশ গ্রহনের লক্ষ্য চট্টগ্রাম শীর্ষ বালিকাদের নিয়ে এই বাছাই টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটি।




    বাছাই কৃত ৮ জন মহিলা দাবাড়ু তিন ব্যাপী রাউন্ড রবীন পদ্ধতি অংশ গ্রহন করে চ্যাম্পিয়ান হয়ে প্রিমা চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ইয়ুথ দাবায় অংশ গ্রহন করবে।

    আসন্ন জাতীয় ইয়ুথ দাবায় অংশ গ্রহনের লক্ষ্য চট্টগ্রাম শীর্ষ বালিকাদের নিয়ে এই বাছাই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, এশিয়ান জোন- ৩ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।




    এসময় উপস্থিত ছিলেন মহিলা ‌ফিদে মাষ্টার ও দাবা কমিটির সম্পাদক মিসেস তনিমা পারভীন।

    চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দরা সহ জেলা ক্রীড়া সংস্থার উদ্ধাতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    আরও খবর 16

    Sponsered content