• উত্তর চট্টগ্রাম

    ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বর্ধিত সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৮:২৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ৯সেপ্টেম্বর শনিবার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বৃহত্তর ফটিকছড়ি উপজেলার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা ও কর্মী সম্মেলন ফটিকছড়ি বিবিরহাট ১নং রোডস্থ সানমুন কনভেনশন হলে সংগঠনের সভাপতি মাওলানা এস, এম, মমতাজ উদ্দিন হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষক আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।




    উদ্বোধক ছিলেন আওলাদে গাউছুল আজম,রাহবারে শরিয়ত, পীরে তরিকত হযরতুল আল্লামা পীরজাদা ছৈয়দ ইকবাল ফজল আল হাসানী আল মাইজভাণ্ডারী।

    প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান পীরজাদা আল্লামা নাজমুল আখন্দ নকশাবন্দী।

    বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব এইচ,এম, মুজিবুল হক শাকুর, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নুল আবেদীন জিহাদী,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভুজপুর থানার সভাপতি এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, বিশেষ অতিথি বক্তব্য ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক সম্পাদক এম,কফিল উদ্দিন রানা,ইসলামি যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক কাজী আহসানুল আলম,ইসলামি ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ মিছবাহুল আলম।




    সভার প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ শহীদুল্লাহ ও সচিব মোহাম্মদ তৌহিদুল আলম মুন্সির যৌথচঞ্চালনয়৷ ইসলামিক ফ্রন্ট, ইসলামি ছাত্র সেনা বিভিন্ন ইউনিয়ন, নাজিরহাট পৌরসভার ও ফটিকছড়ি পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন সংবিধানের ১১৮ধারায় স্বাধীন নির্বাচন কমিশনার অধিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বৃহত্তর ফটিকছড়ি উপজেলা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলহাজ্ব এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমকে ঘোষণা করা হয়। সম্মেলনের শেষে একই মিছিল ফটিকছড়ি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কনভেনশন হলে এসে শেষ হয়।

    আরও খবর 27

    Sponsered content