• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন কল্পে গণশুনানী

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৩:৩২:১২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন কল্পে ২নং দাতঁমারা ইউনিয়নে একগণ শুনানী অনুষ্ঠিত হয়।




    রোববার বিকেলে উপজেলা ২নং দাতঁমারা ইউনিয়নে শিক্ষা কমল্পেক্সের মাঠে এ গণশুনানী দাতঁমানার ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি।




    বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন নূরী,মোঃ মুজিবুল হক মজুমদার, ওবায়দুল হক, মোঃ নুরুল হক,মোঃ নুরুল আলম,মোঃ নুরুল আমিন,মোঃ নুরুল আবছার,মোঃ বেলাল উদ্দিন নূরী,মোঃ ওছমান মজুমদার, মোঃ ইসমাইল মজুমদার।

    মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ আবু মুছা জীবন,মোঃ জাহেদ,মোঃ মাহববুল আলম, মোঃ ইউছুপ আলী,মোঃ হারুনুর রশীদ,প্রভাষক মোঃ মেহেদী হাসান, মোঃ শিহাব উদ্দিন, মোঃ বেলাল হোসাইন,ভুজপুর যুবদলের নেতা মোঃ নুরুল আমিন,শাহাজাদী নিলা,মাস্টার রহিমাসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ।




    বক্তারা বলেন, বৃহত্তর ফটিকছড়ির হারুয়াল ইউনিয়ন, ভুজপুর ইউনিয়ন পরিষদ, নারায়নহাট ইউনিয়ন পরিষদ, দাতঁমারা ইউনিয়ন পরিষদ বাগানবাজার ইউনিয়ন অবহেলীত বিশাল একটি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে ইউনিয়ন গুলোর মধ্যবর্তী যে কোনো স্থানে উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন করা যায়।




    আরও খবর 27

    Sponsered content