• উত্তর চট্টগ্রাম

    বলরাম দাশ গুপ্তের মৃত্যুতে শোক

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ১১:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাংস্কৃতিক সম্পাদক ও সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সদস্য মিটু দাশ গুপ্তের পিতা আনোয়ারা বারখাইন নিবাসী বলবাম দাশ গুপ্ত (৭০) গত ২১ নভেম্বর ২০২৪ সকাল ৮ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    তাহার মহাপ্রয়ানে শোকবাণী প্রদান করেছেন সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই।

    এছাড়া বাবু বলরাম দাশ গুপ্তের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ, অগ্নিগিরি মঠ ও মিশন, পণ্ডিত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠ, সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিচলনা পর্ষদ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content