• মহানগর

    পুলিশের অভিযানে আটক অর্ধশতাধিক গাড়ি

      প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ১১:০৯:২২ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরের খুলশী থানার ২ নম্বার গেইট এলাকায় অভিযান চালিয়ে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় অর্ধশতাধিক গাড়ি আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। একই সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫ টি গাড়িকে জরিমানা করা হয়।




    শনিবার (১৮ মে) মেয়র গলি এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয় বলে জানিয়েছেন সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন।

    (এসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২ নম্বার গেইট মেয়র গলি এলাকায় অভিযান চালিয়ে ৪৫ টি গাড়ি আটক করা হয়।




    আটককৃত গাড়ি সমূহের মধ্যে রয়েছে মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ গ্রাম অটোরিকশা সিএনজি, ম্যাক্সিমা, মিনি ট্রাক, সবুজ টেম্পু ও মোটরসাইকেল। একই সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫ টি গাড়িকে জরিমানাও করা হয়েছে। অবৈধ, ফিটনেসবিহীন ও রোড পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




    আরও খবর 25

    Sponsered content