• মহানগর

    চট্টগ্রামে চার হোটেলকে ৬ লাখ টাকা জরিমানা

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪ , ১১:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে বিভিন্ন অপরাধে নগরের চার হোটেল-রেস্টুরেন্টকে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

    সোমবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।




    অভিযানে মোহাম্মদপুরের আল আকসা ফুডসকে ২ লাখ টাকা, আতুরার ডিপোর বাগদাদ হোটেলকে ২ লাখ টাকা, খাবার মেলাকে ১ লাখ টাকা ও অক্সিজেনের হোটেল জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।




    আরও খবর 25

    Sponsered content