• মহানগর

    শ্রমজীবী মানুষকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে: তপন দত্ত

      প্রতিনিধি ২ মে ২০২৪ , ১১:১৫:২০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় মিউনিসিপাল স্কুলের সম্মুখে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।




    সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য দেন টিইউসি চট্টগ্রাম জেলা যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মিজান, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সেলিম এবং যুগ্ম সম্পাদক মোঃ পারভেজ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি আব্দুর শুক্কুর, কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সাধারম সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার প্রমুখ শ্রমিক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা প্রদীপ দাশ, বাঁশখালি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ, হোটেল সেন্ট মার্টিন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক নেতৃবৃন্দ।




    সভায় সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ৪র্থ শিল্প বিপ্লবের যুগ চলছে -কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট উৎপাদনযন্ত্র ব্যবহৃত হচ্ছে। ফলে শিল্প, কৃষি, সেবাসহ বিভিন্ন খাতে কায়িক শ্রমের অবদান অবসান হতে চলেছে। ফলে আমাদের দেশসহ বিভিন্ন জনবহুল দেশে কর্মহীন জনবল সৃষ্টি হচ্ছে। এতদসত্ত্বেও ৪র্থ শিল্প বিপ্লবের অগ্রগতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। কেননা ৪র্থ শিল্প বিপ্লবকে বাদ দিয়ে জাতীয় অর্থনীতির অগ্রগতি, শিল্পায়ন সম্ভব নয়। তাই শ্রমজীবী মানুষকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। সাথে সাথে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা, আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্য বজায় রেখে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিত ও গ্রীন ইয়ার্ড-কারখানা-সেবা প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে ৮ ঘন্টা কর্ম দিবস কার্যকর করা আজ সময়ের দাবি।




    সমাবেশ শেষে লাল পতাকা সজ্জ্বিত বিশাল মিছিল চট্টগ্রাম নগরীর মূল সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম শ্রম দপ্তরের মে দিবসের অনুষ্ঠান স্থল জি ই সি মোড়স্থ “কে স্কোয়ার” এ যোগদান করে ।

    আরও খবর 25

    Sponsered content