• শিক্ষাঙ্গন

    চবির পঞ্চম সমাবর্তন ডিসেম্বরে

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৪ , ১০:৩৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।




    মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবভনে রাষ্ট্রপতির কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন চবি উপাচার্য।

    এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করলে রাষ্ট্রপতি এতে সম্মতি প্রকাশ করেন এবং চলতি বছরের ৮ ডিসেম্বর সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য চবি উপাচার্যকে নির্দেশনা দেন।




    রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষ, যোগ্য ও আধুনিক বিজ্ঞানমনস্ক মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে যুপোপযোগী কারিকুলাম প্রণয়নের পরামর্শ দেন।

    আরও খবর 31

    Sponsered content