• মহানগর

    বন্দর ইপিজেড-পতেঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০২:৪২ প্রিন্ট সংস্করণ

    মু. হোসেন বাবলা: ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বন্দর ইপিজেড-পতেঙ্গাস্থ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

    ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক,ক্রীড়াও শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরী সহ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
    এছাড়া আয়োজন করে ছবি আঁকা, কবিতা ও ছড়া পাঠ প্রতিযোগিতা।




    সানি আইডিয়াল স্কুল: আলী শাহ মাজার রোডস্থ সানি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সায়মন আক্তারের নেতৃত্বে প্রভাত ফেরী সহ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী মৌসুমী আকতার, শিক্ষিকা তানজু, ফাহমিদা হক, জান্নাতুল, রুমি আকতার সহ শিক্ষার্থীরা স্বক্রিয় অংশগ্রহণ করেন।

    দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়: প্রধান শিক্ষক মোঃ ফজল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজল, সদস্য হাজী মোঃ নাছির উদ্দিন, আনোয়ারুল করিম রুশদি, শিক্ষক ওসমান গনি, ইলিয়াস আলী,মিলন চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার। বরিশাল বিভাগীয় সমিতি: চট্রগ্রামে ২১ শে ফেব্রুয়ারি সকালে প্রভাত ফেরী সহ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। এসময় সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সা: সম্পাদক এভ, মোঃ হানিফ, সিনিয়র সহ-সভাপতি ডা, বেলাল মৃধা, আমিনুল হক প্রমুখ।




    ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ: ২১শে ফেব্রুয়ারি ১২:০১ মিনিটে সাবেক কাউন্সিলর ও সভাপতি হাজী মোঃ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন,সহ সভাপতি মোঃ আকতার হামিদ,যুগ্ন সম্পাদক মোঃ লোকমান হাকিম, মোঃ হারুন উর রশীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে ইপিজেড থানা আঃ লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন, সম্পাদক মোঃ সেলিম আফজল,যুগ্ন সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাজী মোঃ হারুন উর রশীদ, মহিলা আওয়ামী লীগ সভাপতি মিসেস শারমিন ফারুক সুলতানা, যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    আলোর পথে পত্রিকা: সংগঠনের পরিচালক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা’র সমন্বয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াছ, উপদেষ্টা ডা, উদয়ন কান্তি মিত্র, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,প্রাক্তণ সদস্য আমিনুল হক, সদস্য মোঃ হানিফ, শাহেদ,ওমর ফারুক প্রমুখ।

    এছাড়া মমতা স্কুল এন্ড কলেজ, কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বর্ণমেলা কেজি স্কুল, ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি, যমুনা ইলেকট্রনিক লিঃ, মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ, হালিশহর একাদশ ক্লাব, প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার ও কেইপিজেডস্থ (স্টিল মিল) শহীদ স্মৃতি সৌধে। দিবসে অজস্র শ্রদ্ধা নিবেদন করে ভাষা সৈনিকদের স্মরণ করিয়ে দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।




    আরও খবর 25

    Sponsered content