• মহানগর

    অমিত ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরের পাহাড়তলী বার কোয়াটার এলাকায় অমিত ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান পরিচালনা করেছেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।



    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চনাচুর, বাদাম, ডালভাজা, মোয়া, মুড়ি, তিলের টফি ও পপকর্নসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।



    তিনি জানান, অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর 25

    Sponsered content