• উত্তর চট্টগ্রাম

    টানা পঞ্চমবার জিতলেন নৌকা প্রতীকের ফজলে করিম

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১১:১০:৩৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: টানা পঞ্চমবার নৌকা প্রতীকে জয়ী হলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭২ শতাংশ।

    ২৮৩ (চট্টগ্রাম-৬, রাউজান) আসনে তিনি পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট।




    এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ সফিক-উল আলম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স ম জাফর উল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট ও তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী পেয়েছেন ১ হাজার ১৪৯ ভোট।




    রাউজান থেকে আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার পালিত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিএম ফজলে করিম চৌধুরীকে ৭ বার নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে ১৯৯৬ সালের নির্বাচনে তিনি হেরে যান। এখন টানা পঞ্চমবার নৌকা প্রতীকে জিতলেন তিনি।




    আরও খবর 27

    Sponsered content