• মহানগর

    বন্ধ্যাত্ব চিকিৎসায় চমেক হাসপাতালে যুক্ত হলো আইইউআই প্রযুক্তি

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ১১:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: বন্ধ্যাত্ব চিকিৎসায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে চালু করা হয়েছে ইনট্রা ইউটেরাইন ইনসামিনেশন (আইইউআই) প্রযুক্তি। এর প্রযুক্তির ফলে নিঃসন্তান নারীদের কৃত্রিম প্রজননের মাধ্যমে সন্তানধারণ সম্ভব হবে।

    সরকারিভাবে চমেক হাসপাতালে চালু হওয়ার এ প্রযুক্তির ফলে গরীব-দুস্থ রোগীরা স্বল্প খরচে এ চিকিৎসা নিতে পারবেন।




    বুধবার (২৫ অক্টোবর) চমেক হাসপাতালে এ কার্যক্রমেে উদ্বোধন করেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান।

    এসময় উপস্থিত ছিলেন গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার। নিঃসন্তান দম্পতিদের চিকিৎসায় ২০২১ সালে চমেক হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে চালু হয় ‘রিপ্রোডাক্টিভ অ্যান্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি’ ইউনিট। বর্তমানে আউটডোর সেবাসহ আলট্রাসনোগ্রাফি (টিভিএস), স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি (এসআইএস), ল্যাপারোস্ককপি, হিস্টারোস্কপি কার্যক্রম চালু রয়েছে।




    বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. তাসলিমা বেগমের তত্ত্বাবধানে এ পর্যন্ত ৪০১২ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪৪ জন রোগী গর্ভধারণ করতে সক্ষম হয়।

    আইইউআই প্রযুক্তি চালুর ফলে এ হার বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা।

    এ সময় ভবিষ্যতে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) প্রযুক্তি চালু ব্যাপারে সংকল্প ব্যক্ত করেন চমেক অধ্যক্ষ ও গাইনী অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেনা আকতার।




    আরও খবর 25

    Sponsered content