• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ৯:২৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ৮ আগস্ট মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।




    বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ছফি উল্লাহ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মনোয়ারা আক্তার, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের ৮ম শ্রেণীর (খ)শাখার গার্লস স্কাউটিং ছাত্রী সাদিয়া আফরীন ওয়াসিম।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল কবির,সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা (প্রজীপ) আলী নুর মিয়াজি, উপজেলা প্রকল্প বাস্তবায়িত কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন , ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিরাবাই দেবীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।




    ” সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা ” Bangamata’s inspiraton revolutionaog liberation, এই প্রতিপাদ্যকে সামনে রেখে
    বক্তারা বলেন বঙ্গমাতা মত প্রত্যেক নারিকে সংগ্রাসী, ধৈর্য্য, সহনশীল বিবেকবান হয়ে র্স্মাট বাংলাদেশ বিনির্মানে নারীসমাজকে এগিয়ে আসত হবে।

    পরে উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।




    আরও খবর 27

    Sponsered content