• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বাল্য বিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমান আদালত: কনের মাকে ৬ মাস জেল

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৯:২১:৪৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাচঁপুকরিয়া ১৫মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মিয়াজান হাওলাদারে বাড়ি এলাকায় গোপন সূত্রে সংবাদে বাল্য বিবাহের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম.কামরুল ইসলাম।




    ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ১৫ বছর বয়সী (জম্ম নিবন্ধ ন২০০৮ সালের১২মে) এক নাবালিকা মেয়ের মিথ্যা হলফ নামা দিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।




    বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ০৮ ধারা লংঘন করার অপরাধে কনের মা হিরামনি স্বামী:মোঃ জয়নাল আবেদীন সাং-পাচঁপুকুরিয়া সুন্দরপুর কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৬য়মাস জেল প্রদান করা হয়।




    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণী প্রতিনিধিকে সহকারী কমিশনার ভূমিও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম.কামরুল ইসলাম জানান।




    আরও খবর 27

    Sponsered content