• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বাবা ভান্ডারীর ৮৮তম ওরশ শরীফ ভক্তদের মিলন মেলা

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৯:০৩:২২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: চট্টগ্রামের ফটিকছড়িতে ৫ এপ্রিল ২২চৈত্র বুধবার ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্নিক জগতের অন্যতম প্রাণপুরুষ গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী ৮৮তম বার্ষিক ওরশ শরীফ মাইজভান্ডার দরবার শরীফে প্রতিবছরের ন্যায় এই বছর ও ঝাকজমকের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।





    বাংলাদেশের প্রত্যন্ত এলাকা ছাড়া ও বি্শ্ব বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের মিলন মেলা মানুষের ঢল। রমজান মাস ও ঝড়বৃষ্টি উপক্ষা করে ভক্তরা সকাল থেকে দরবারে আসতে শুরু করেন

    গত ৩ এপ্রিল থেকে চট্টগ্রাম জেলা পুলিশ ফটিকছড়ি থানার পুলিশ,ডিবি, ডিএফ, এন, এস,আই,র‍্যাবসহ আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনী দায়ীত্ব পালন করতে দেখা গেছে।



    পরে রাত সাড়ে এগারটার সময় আন্জুমানে মোত্তাবিয়ানে গোউছে মাইজভান্ডীর (শাহ্ এমদাদীয়ার)ব্যবস্হাপনায় মিলাদ কিয়াম ও আখেরি মুজাতের মধ্যদিয়া ওরশ শরীফ শেষ হয়।




    এতে দেশ জাতি তথা মুসলিম উম্মার কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন আন্জুমানে মোত্তাবিয়ানে গোউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদিয়ার) সাজ্জাদানশীন সৈয়দ আহমদুল হক ইরফান মাইজভান্ডারী।



    আরও খবর 27

    Sponsered content