• উত্তর চট্টগ্রাম

    প্রতিষ্ঠাবার্ষিকীতে ২’শতাধিক শীতার্ত মানুষ পেল শীতের কম্বল

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৯:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরফভাটায় কনকনে শীতে ২’শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ সংগঠনের নেতৃবৃন্দরা।



    শনিবার ১৪ জানুয়ারি সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হযরত কাজী আব্দুল হামিদ শাহ ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র আহবায়ক কাজী এ. এম এম মমতাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।



    অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সচিব নুর মোহাম্মদ বাহাদুর, যুগ্ম আহবায়ক ডা. এস এম আবুল ফজল, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, সংগঠনের যুগ্ম আহবায়ক আবুল কালাম চৌধুরী, আমিনুল ইসলাম বেলাল, এডভোকেট মুসলেম উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম, সংগঠনের সদস্য আবুল মনসুর, আব্দুল করিম চৌধুরী, কাঞ্চন সরকার, জসিম উদ্দিন চৌধুরী, আহমদ ছাপা, সৈয়দ আতিকুর রহমান, জবরুত উল্লাহ জয় প্রমুখ।



    আরও খবর 27

    Sponsered content