• মহানগর

    চট্টগ্রামে ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৪ , ১০:০৯:৪১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।




    চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম(বার), পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা, দি চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বিশেষ অতিথি ছিলেন।




    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজ উল্যাহর স্বাগত বক্তব্যে এবং ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মেট্রোপলিটন শপ ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদ সিরাজ স্বপন, ক্যাব মহানগরের সভাপতি ও বিশিষ্ঠ নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, চসিক সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী, হোটেল রেস্তোরা মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্বি ইলিয়াছ ভু্ইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব ছালে আহমদ সুলেমান, বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম প্রমুখ ।




    এছাড়াও ক্যাব চট্টগ্রাম মহানগর, বিভাগ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর ও বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য/সদস্যা, বিভিন্ন বাজার সমিতি, দোকান মালিক সমিতি ও হোটেল ও রেস্তোরা মালিক সমিতি, সরকারী-বেসরকারী দপ্তরের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, পেশাজীবি ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
    অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।




    আরও খবর 25

    Sponsered content