প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ১০:৫৪:৫৮ প্রিন্ট সংস্করণ
খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পরবর্তী গন্তব্য ইতোমধ্যেই সবার জানা। সম্প্রতি ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তার আগেই আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দিয়েছেন এলএমটেন। স্বাভাবিকভাবেই যা ক্লাবটির সবকিছুতে প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে নতুন মৌসুমের জন্য দলটির অনুশীলন জার্সি প্রকাশ করেছে। যার দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ হাজার টাকারও বেশি।
অ্যাডিডাস ও জনপ্রিয় কৌতুক সিরিজ নির্মাতা মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী হবে একে অপরের থেকে আলাদা। বিশেষ এই অনুশীলন জার্সি ইন্টার মিয়ামি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।
ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা এই জার্সি পরেই অনুশীলন করবেন মেসি ও তার সতীর্থরা। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৭৫৭৩ টাকা।
মায়ামির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা এখনো শেষ না হলেও এরই মধ্যে খবর, আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকার অভিষেক হবে বলে মার্কিন সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস।
নতুন ক্লাবে কত নম্বর জার্সি পরবেন মেসি? এ প্রশ্ন ইতোমধ্যেই ভক্তদের মনে জাগছে। পুরনো ক্লাব বার্সেলোনায় প্রিয় ‘১০ নম্বর’ জার্সি পরে একের পর এক ইতিহাস গড়েছেন মেসি। নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন এলএমটেন নামে। তবে কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে প্যারিসের ক্লাব পিএসজিতে মেসি মাঠ মাতিয়েছেন ‘৩০ নম্বর’ জার্সিতে।
এদিকে, মায়ামিতে প্রত্যাশিতভাবেই পুরনো ‘১০ নম্বর’ জার্সি পাচ্ছেন মেসি। সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনের দিন গত ২৪ জুন মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিতি ঢংয়ে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।