• খেলাধুলা

    পাকিস্তানের এমন বিদায়কে ‘লজ্জাজনক’ বললেন শোয়েব

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপটা শুরু হয়েছিল দারুণভাবে। অনেক আশা নিয়ে এই টুর্নামেন্টে এসেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হলো পাকিস্তানকে।

    গতকাল শ্রীলঙ্কার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয়ের মুখ দেখলো না বাবর আজমের দল; বিদায় নিতে হয়েছে আসর থেকে।
    আশা জাগিয়েও টুর্নামেন্ট থেকে দলের এমন বিদায় মানতে পারছেন না সমর্থকরা। তাদের সঙ্গে শামিল হয়েছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। দলের এভাবে বিদায় নেওয়াকে লজ্জাজনক বলে নিজের ইউটিউব চ্যানেলে জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেছেন দলের বেশ কয়েকজনের দুর্বলতাও।




    হতাশা প্রকাশ করে শোয়েব আখতার বলেন, ‘আপনারা ম্যাচ দেখেছেন। পাকিস্তান টুর্নামেন্টের বাইরে চলে গেছে। গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। বাস্তবতা হচ্ছে পাকিস্তান এখন টুর্নামেন্টের বাইরে। দেখুন, এখন অনেক সমালোচনা করা যায়। প্রতিটি বিষয় নিয়েই করা যায়। তারা কিন্তু ফেবারিট হিসেবে এসেছিল। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারত। সে সুযোগ আর থাকল না। ’

    ‘তবে এটা বলতে হয় যে শ্রীলঙ্কার এই জয় প্রাপ্য ছিল এবং ফাইনালটা খুব ভালোভাবেই তাদের প্রাপ্য ছিল। তারা অনেক ভালো দল ছিল। ’

    এশিয়া কাপ থেকে দল বিদায় নিলেও বিশ্বকাপে ভালো কিছু করবে বলে আশাবাদী শোয়েব। তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপে ফেভারিট। আমি দলকে সমর্থন দেব। কিন্তু পাকিস্তানের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। অধিনায়কত্বও আরও ভালো হতে হবে। বিশ্বকাপ জিততে হলে তাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। তাদের জন্য শুভকামনা রইল। ’




    দল কিভাবে সাজাতে হবে সেই পরামর্শ এসেছে শোয়েবের কাছ থেকে। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘এখন এখান থেকেই পাকিস্তানকে স্কোয়াড বেছে নিতে হবে। এখন আমার পরামর্শ হবে, কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন নেই। এখন সেরা একাদশ বাছাই করে নেওয়া উচিত। মিডল ওভারে আপনার গভীরতা নেই এবং আপনার দলে ভালো ফিল্ডারের অভাব আছে। ’

    ‘ব্যাটিং অর্ডারও ঠিক নেই। আবদুল্লাহ শফিক খুবই ভালো খেলোয়াড়। একটি ম্যাচই খেলেছে এবং ৫২ রান করেছে। আপনাকে এখন বিশ্বকাপের জন্য অনেক সতর্কতার সঙ্গে ভাবতে হবে। আমরা আমাদের দলকে সমর্থন দিচ্ছি। এ ছাড়া আর কিছু করার নেই। ’




    আরও খবর 16

    Sponsered content