• মহানগর

    চকবাজারে মাইকের দোকানে আগুন: ৩ লাখ টাকার ক্ষতি

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৩ , ১০:০০:১৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আফতাব উদ্দিন মাহমুদ ইমন: নগরের চকবাজার এলাকার চক সুপার মার্কেটের মোস্তফা মাইক সার্ভিস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কিরেছেন দোকান মালিক।



    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ৫ তলা মার্কেটের ২য় তলায় একটি মাইক সার্ভিসের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘট। পরে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



    তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাইক সার্ভিসের দোকানটিতে আগুন লাগে। আগুনে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। দোকান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ লাখ টাকার মালামাল।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content