• মহানগর

    বিজয় দিবসে রিহ্যাব’র আলোচনা সভা

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৮:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মহান বিজয় দিবসে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে বীর শহিদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।



    এসময় তিনি বলেন, বাঙালির জাতীয় জীবনে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭১ সালের এই দিনে বীর বাঙালী পাকিস্তানি হানাদারদের হটিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনে।আমরা সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

    এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।



    তিনি আরও বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে।

    সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিহ্যাব’র পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী।



    আলোচনায় অংশগ্রহণ করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী, মো. মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান প্রমুখ।

    সভা শেষে শহিদ মিনারে বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content