• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে বন্যাদূর্গত অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৯:৫২:৩১ প্রিন্ট সংস্করণ

    থানচি বান্দরবানঃ গত ৯ই আগস্ট বান্দরবানের থানচিতে একটানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে বিজিবি মানবিক ত্রাণ বিতরণ করেছে।

    অন্যদিকে দুর্যোগের কারনে নেটওয়ার্ক বিহীন হয়ে পড়ে জেলা উপজেলা যার কারণে সাংবাদিকদের খবর পাঠানো কঠিন হয়ে পড়ে।




    ৯ আগস্ট বুধবার বিকেলে থানচি বলিপাড়া এলাকায় বন্যাদুর্গত অসহায় দুই শতাধিক মানুষের মাঝে চাল, ভাল, লবণ, তেল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও রন্ধনকৃত খাদ্য সামগ্রীসহ নগদ এক হাজার টাকা বিতরণ করা হয়।

    ত্রাণ বিতরণ কালে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম বলেন, বন্যাদুর্গত অসহায় আশ্রয়কেন্দ্রের আশ্রিত মানুষের মাঝে রন্ধনকৃত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে,ততদিন তারা ঘরে ফিরে না যাবে ততদিন রন্ধনকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।




    গত ৭ ও ৮ তারিখ থেকে অব্যাহত বিতরণ কার্যক্রম যথাক্রমে এই রন্ধনকৃত খাদ্য বিতরণ করা হয়েছিলো।

    এসময় বলিপাড়া জোন উপ অধিনায়ক ফা-মীম আদনান, বলিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের মেম্বার অংসিংম্যা মারমা, ৩নং ওয়ার্ডের মেম্বার সজল কর্মকার সহ অন্যান্য মেম্বারগণ উপস্থিত ছিলেন।




    আরও খবর 29

    Sponsered content