• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ১০:৫৩:০৪ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম সামাজিক সংগঠন লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা সমিতির সভাপতি আলহাজ্ব মো: শফিক উদ্দিন’র সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন’র সঞ্চালনায় ১ অক্টোবর ২০২৩ সমিতির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।




    এতে আলোচনায় অংশ নেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, ফোরকান উল্লাহ চৌধুরী, এস এম মাকছুদুল হক, ইসকান্দর মির্জা, সিনিয়র যুগ্ন সম্পাদক নুর মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসাইন মিনহাজ, সহ-সাধারণ সম্পাদক এবি এন জুলফিকার আলী ভুট্টু, কাজি আরিফুল ইসলাম, মোঃসাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক ইয়াছিন আরফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃআবু তাহের, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা ছালেহা বেগম, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এডভোকেট তানজিন আকতার সানি, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোলাইমান কাসেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার আলম, তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার নাদিব হাসান, সাহিত্য সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাহাবুব, প্রবাসী কল্যাণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরফানুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ ইউনুস, এইচ এম গনি সম্রাট, রফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ সৈয়দ নুর, মাহফুজুর রহমান চৌধুরী, মোঃ মহিউদ্দিন চৌধুরী, সাঈদুল আলম সাঈদ, মোঃআবু সাঈদ ও রশিদ আহমদ প্রমুখ।




    এতে বক্তারা দেশের ঐতিহ্যবাহী সমিতি হিসেবে সুখ্যাতি অর্জন করতে সমিতির সকল কার্যনির্বাহী সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বক্তারা বলেন, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম মানবতার কল্যাণে কাজ করছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।




    আরও খবর 28

    Sponsered content