• মহানগর

    ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ষষ্ঠ আইটি ফেয়ার শুরু শনিবার

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ১১:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার (১৮ জানুয়ারি) শুরু হচ্ছে তিন দিনের ‘ষষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার’। চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

    বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক ফরিদা খানম।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।

    তিনি জানান, এবারের মেলায় দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যভিত্তিক আইটির ৪০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। দর্শক ক্রেতাদের প্রবেশ উন্মুক্ত। দর্শকরা পাবেন র‌্যাফেল ড্র। মেলার দ্বিতীয় ও শেষ দিন সেমিনার অনুষ্ঠিত হবে।

    মেলার প্লাটিনাম স্পন্সর এফ-ফাইভ, গোল্ড স্পন্সর আই ভ্যালু এবং সিলভার স্পন্সর সফোস, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। টেকনোলজি পার্টনার লিংক থ্রি। সাইবার সিকিউরিটি পার্টনার বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড। ক্লাউড পার্টনার কোলোশিয়া। হসপিটালিটি পার্টনার বেস্ট ওয়েস্টার্ন- চট্টগ্রাম।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাহিন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content