• মহানগর

    চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

    বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।




    সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭১ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১০০ জন।

    এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ২ হাজার ৪৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮ হাজার ২৭৬ জন।
    অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হোসাইন মাসুদ নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




    এর আগে গত সোমবারও দুই জনের মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়। এনিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে ১৬ জনের।

    চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবার সচেতনতা থাকার পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।




    আরও খবর 25

    Sponsered content