• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ উদযাপন

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ১০:৫১:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    শহিদুল ইসলাম শহিদ: ৯ই ডিসেম্বর ২০২৪ সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী এর সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসফিকুর রহমান, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন,সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    এতে তেরেজা ত্রিপুরা ও খ্যাইউপ্রু মারমাকে উদ্যোক্তা হিসেবে সফল নারী শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

    এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় দেশ ও সামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার জিবনী নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং আমাদের দেশে উন্নয়নে নারীদের বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content