• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে ব্র্যাকের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৫৫:১১ প্রিন্ট সংস্করণ

    থানচি বান্দরবানঃ সরকারের উন্নয়ন সহযোগী এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক কর্তৃক ম্যালেরিয়া নির্মূলে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর আলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ২৫ সেপ্টেম্বর সকাল দশটায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

    ব্র্যাক উপজেলা ম্যানেজার প্রিয় লালা চাকমা এর সার্বিক পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃআবুল মনসূর।
    প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াহ্লা মং মারমা।




    বিশেষ অতিথি স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃওয়াহিদুজ্জামান মুরাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ,থানচি থানার অফিসার ইনচার্জ মোঃইমদাদুল হক,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃনিজাম উদ্দিন।

    এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য প্রদানকালে বলেন, সকলের প্রচেষ্টায় ম্যালেরিয়া নির্মূল,যেখানে ম্যালেরিয়া বিষয়ে সচেতন নাই সেই সমস্ত অত্যন্ত দুর্ঘম এলাকায় ঔষুধ মওজুদ করে তা সেবা গ্রহণ কারিদের নিকট সেবা পৌছে দেওয়ার ব্যাপারে সচেষ্ট হতে হবে।




    ব্র্যাক ম্যানাজার প্রিয় লাল চাকমা বলেন, রিমোট এরিয়াতে আমাদের স্বাস্থ্য সেবিকা আছে আমরা তাদের মাধ্যমে সেবা পৌছে দিচ্ছি।