• দক্ষিণ চট্টগ্রাম

    ‘বাজালিয়া সমিতি চট্টগ্রাম’-এর কমিটি গঠিত: আকতার কামাল সভাপতি তুষার বড়ুয়া সাধারণ সম্পাদক

      প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ১০:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

    0Shares
    Copy of Chattabani - 1

    চট্টবাণী: চট্টগ্রাম শহরে বসবাসরত সাতকানিয়া উপজেলার বৃহত্তর বাজালিয়াবাসীদের সংগঠন ‘বাজালিয়া সমিতি চট্টগ্রাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি।




    কমিটিতে আকতার কামাল চৌধুরীকে সভাপতি এবং তুষার কান্তি বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে নির্বাচন কমিশন আগামী দুই বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে।




    বাজালিয়ার মানুষের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খার সংগঠন এই সমিতি। বন্যা, করোনার মত প্রাকৃতিক দূর্যোগের সময় এই সমিতি যেমন এগিয়ে আসে তেমনি এলাকায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে শিক্ষা বিস্তারেও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাছাড়া গরীব-দুস্থদের চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণসহ নানা জনহিতকর কাজ সম্পন্ন করে থাকে।
    আশা করা যায়, নবগঠিত কমিটি এই সমিতিকে আরও এগিয়ে নিয়ে বাজালিয়ার মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content