• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের কারাদণ্ড

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ১১:১২:২২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফটিকছড়ির আজাদী বাজারে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    ৯ এপ্রিল মঙ্গলবার সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এই কারাদণ্ড দেন।




    দণ্ডিতরা হল- লেলাং ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো. আশরাফ (১৭), আবুল কাশেমের ছেলে মো. তাজিম উদ্দিন (১৮), মাহবুবুল আলমের ছেলে মো. মোশারফ ও ধর্মপুরের মো. হাসেমের ছেলে মো. রিফাত (১৪)।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আবু জাফর মুহাম্মদ সালেহ তুহিন জানান, দণ্ডিতরা বাজারে বিভিন্নভাবে পরিবেশ বিনষ্ট, উচ্ছৃঙ্খল আচরণ ও বিভিন্ন উপদ্রব সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজাদী বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য।




    পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, বাজারে উচ্ছৃঙ্খল আচরণ ও বিভিন্ন উপদ্রব সৃষ্টির অপরাধে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।




    আরও খবর 27

    Sponsered content