• উত্তর চট্টগ্রাম

    ২৫তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি’২৩ ভূজপুর জোনের পরীক্ষা সম্পন্ন

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১০:৪০:৫৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: দেশের অন্যতম বৃহৎ বেসরকারী বৃত্তি পরীক্ষা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২ ডিসেম্বর শনিবার সারা দেশ ব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে।
    ভুজপুর থানার বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রায় ৮শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্র পরিদর্শনে আসেন এ্যাড. ফেরদৌস আলম সেলিম-, সংসদ সদস্য পদপ্রার্থী- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও মাওলানা সৈয়দ মোঃ মমতাজ উদ্দিন হোসাইনী,সভাপতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা।




    এসময় এইচ এম ফোরকান উদ্দিন, অর্থ সম্পাদক,শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদ, মোঃ ফরিদুল আলম,সমন্বয়ক, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ভুজপুর জোন, মাওলানা ইলিয়াস হোসেন- সচিব, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ভুজপুর জোন।




    আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মোঃ দিদারুল আলম, মোঃ মুসলিম উদ্দিন, মাওলানা আবু তৈয়ুব, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নাঈম উদ্দিন, ডাঃ মহিউদ্দিন ফারুকী, মোঃ ফিরোজ খান, হাফেজ ইমাম মুজাদ্দিদী, মাস্টার আমজাদ হোসেন, মোঃ শাওন হাসনাত, মোঃ সেলিম উদ্দিন,মোঃ ইয়াছিন আরফাত, মোঃ রিয়াদুল ইসলাম, মোঃ সাইমন, মোঃ রাইহান উদ্দিন, মোঃ মুসফিকুল মিরাজ সহ প্রমুখ।




    আরও খবর 27

    Sponsered content