• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৪ , ১০:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শহীদ মিনারে ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে পুষ্প মাল্য অর্পণ করার মধ্য দিয়ে বিভিন্ন দপ্তর ও বিভিন্ন এনজিও সংস্থা রাজনৈতিক দল সহ ধাপে ধাপে শহীদ মিনারে প্রস্তু মাল্য অর্পণ করেন।




    উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

    এছাড়াও উপজেলা পরিষদের পক্ষে পুষ্পা মারলো অর্পণের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াই হ্লা মং মারমা, সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, মহিলা ভাইস চেয়ারম্যান নূমৈ প্রূ মারমা।




    থানচি থানার পক্ষ থেকে সেকেন্ড অফিসার মোঃ আলমগীর, উপজেলা হাসপাতালের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ নেতৃত্ব দেন কর্মকর্তা ডাঃওয়াহিদুজ্জামান মুরাদ,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা সমীর বড়ুয়া,সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও রাজনৈতিক সংগঠন ধাপে ধাপে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল অর্পণ করেন।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content