• পার্বত্য চট্টগ্রাম

    সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বাংলাদেশি

      প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ১০:৪০:৪৩ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ মিয়ানমারের উত্তপ্ত সীমান্তে এবার মাইন বিষ্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

    মাইন বিষ্ফোরণে মোঃ ইব্রাহিম নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।




    শনিবার ২ রা মার্চ দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ৪৬-৪৭ নম্বর পিলার এলাকা সংলগ্ন নাইক্ষ্যংছড়িতে এই ঘটনা বলে এলাকাবাসীর সুত্রে জানা গেছে‌।

    আহত ইব্রাহিম স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য লাইলা বেগমের স্বামী ও মেহের আলীর ছেলে।

    এই বিষয়ে আহত ইব্রাহিমের স্ত্রী লাইলা বেগম বলেন, আমার স্বামী কেন সীমান্তে গেছে জানি না।




    নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে চলা মিয়ানমার অভ্যন্তরে সংঘাতের মধ্যে সীমান্ত কারা মাইন পুতেছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

    আরও খবর 29

    Sponsered content