• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

    মো: শহীদুল ইসলাম শহীদ: উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিট পুষ্প অর্পণের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপনের সূচনা হয়।

    উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমালো অর্পণ পরে বিভিন্ন দপ্তরের উদ্যোগে পুষ্পমালা অর্পণ করাসহ ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।




    উপজেলা পরিষদ কর্তৃক পরিষদ চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগে,সহযোগী সংগঠন। উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের পুষ্পমাল্য অর্পণ করেন।

    সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।




    বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন,এলজিইডি কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃওয়াহিদুজ্জামান মুরাদ,পিআইও সুজন মিয়া, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,সমাজসেবা কর্মকর্তা পারভেজ ভুঁইয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন।

    দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা,ও ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    আরও খবর 29

    Sponsered content