• মহানগর

    চট্টগ্রামের ১৭ গুণীকে একুশে পদক দিবে চসিক

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:১২:১৪ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রদত্ত একুশে স্মারক সম্মাননা পদক–২০২৩ পাচ্ছেন ১৭ জন। আগামী শুক্রবার সিআরবি শিরীষ তলায় বইমেলা মঞ্চে পদক বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।




    পদকের জন্য মনোনীতরা হলেন– শিল্প উন্নয়ন ও সমাজসেবায় নাছির উদ্দিন (মরণোত্তর), সংস্কৃতিতে শ্রেয়সী রায়, মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলনে শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী (মরণোত্তর), ভাষা আন্দোলনে আসহাব উদ্দিন আহমদ, শিক্ষায় প্রফেসর প্রদীপ ভট্টাচার্য, সংবাদপত্র শিল্পের বিকাশ ও মানোন্নয়নে রুশো মাহমুদ, চিকিৎসায় প্রফেসর ডা. মুহাম্মদ গোফরানুল হক, সাংবাদিকতায় জসীম চৌধুরী সবুজ, ক্রীড়ায় জাকির হোসেন লুলু, স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মাণ ও গবেষণা শৈবাল চৌধুরী, নাটকে শিশির দত্ত, লোকসাহিত্য ও গবেষণা শামসুল আরেফীন, প্রবন্ধে শামসুদ্দিন শিশির, কবিতায় আবসার হাবীব, ভাগ্যধন বড়ুয়া, শিশু সাহিত্যে ছড়াকার অরুণ শীল ও ছড়াকার শিবুকান্তি দাশ।




    আরও খবর 25

    Sponsered content