• মহানগর

    মায়াফুল বিদ্যাপীঠে মাতৃভাষা দিবস পালিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ

    সুজন চৌধুরী: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যালয় মায়াফুল বিদ্যাপীঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।



    মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষ্য দক্ষিণ কাট্টলী (সাগর পাড়) এলাকায় বিদ্যালয়টিতে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করে শিক্ষার্থীরা।



    পরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকালীন দূর্লভ ছবি প্রদর্শনী,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও নাটিকার অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।



    এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বশির আহমেদ, সুজন চৌধুরী,স্বপন দাশ, আব্দুল্লাহ আল সায়েফ,শারমিন আক্তার রীমা, ঐশী ধর, লাবণ্য আক্তার প্রমুখ।