• জাতীয়

    ৪৮ নারী প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, নেই শোবিজের কেউ!

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০৭:৪৭ প্রিন্ট সংস্করণ

    ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৪৮ জনের তালিকায় নেই শোবিজের কেউ!

    এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এবার ১ হাজার ৫৪৯ জন নারী মনোনয়ন ফরম কিনেছিলেন। তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশায় ফরম কিনেছিলেন ১৪ জনের বেশি তারকাশিল্পী।




    তারা হলেন- অভিনেত্রী সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, তানভিন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, শাহনূর, শামিমা তুষ্টি, সিমলা।

    এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। বুধবার দুপুর ১২টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের-এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।




    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদে দলীয় প্রার্থীর তালিকায় আছেন- ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগরওয়ালা, নীলফামারীর মোছা, আশিকা সুলতানা, পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কোহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের জারা জাবীন মাহবুব, খুলনার রুনু রেজা, বাগেরহাটের ফরিদা আক্তার বানু, বরগুনার মোসা. ফারজানা সুমি, ভোলার খালেদা বাহার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার রশীদ, নরসিংদীর ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহের উম্মি ফারজানা ছাত্তার, নেত্রকোণার নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাটের মাহফুজা সুলতানা, ঝিনাইদহের পারভীন জামান, কুমিল্লার আরমা দত্ত, সাতক্ষীরার লায়লা পারভীন, খুলনার বেগম মন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদৌরা আহমেদ সালাম, ঢাকার- শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, নাহিদ ইজাহার খান, শাহিদা তারেখ দীপ্তি, অনিমা মুক্তি গমেজ, শেখ আনার কলি পুতুল, হাছিনা বারী চৌধুরী ও সানজিদা খানম, বরিশালের শাম্মী আহমেদ, মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা, ফরিদপুরের ঝর্না হাসান, নরসিংদীর মাসুদা সিদ্দীক রোজী, টাঙ্গাইলের তারানা হালিম, টাঙ্গাইলের বেগম শামসুর নাহার, গাজীপুরের মেহের আফরোজ, টাঙ্গাইলের অপরাজিতা হক, গোপালগঞ্জের নাজমা আক্তার, সিলেটের রুমা চক্রবর্তী, লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুরের আশ্রাফুন নেছা, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রামের শামীমা হারুন, নোয়াখালীর ফরিদা খানম, চট্টগ্রামের দিলোয়ারা ইউসুফ ও ওয়াসিকা আয়শা খান, রাঙ্গামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ এবং রংপুরের মোছা. নাছিমা জামান (ববি)।

    আরও খবর 17

    Sponsered content