• জাতীয়

    গাজীপুরে জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের প্রজেক্ট এক্সিট সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ১০:২৩:০৫ প্রিন্ট সংস্করণ

    গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের স্টেকহোল্ডাদের সঙ্গে প্রজেক্ট এক্সিট সভা ২৬ ডিসেম্বর সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।



    সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চীফ অব ফিল্ড অফিস শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমেদ, জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের সিনিয়র শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল হাসান, জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন সরকার, জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের প্ল্যানিং এন্ড মনিটরিং কর্মকর্তা খন্দকার আবু সালেক, জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের নিউট্রিশন কো-অডিনেটর আয়েশা সিদ্দিকা মারিয়া, জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের ঈ৪উ ফিল্ড কো-অডিনেটর মোঃ মোস্তাকিম হোসেন।



    স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চীফ অব ফিল্ড অফিস ওমর ফারুক।



    স্টেকহোল্ডাদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা নাসরিন, পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা কাউছার, বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন প্রমুখ। জিসিসি-ইউনিসেফ আরবান এ চলমান প্রি-প্রাইমারী, সেকেন্ড চান্স ও ডে-কেয়ার সেন্টার চালু রাখার জন্য আয়োজিত সভায় বক্তারা বলেন।



    সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরীন মাধবী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পতি কর্মকর্তা নমিতা দে, প্রধান সমাজ কল্যান কর্মকর্তা মোছাঃ শিরিন সুলতানা, নির্বাহী প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ, গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামিম হোসেনসহ কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক।



    আরও খবর 17

    Sponsered content