• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি হচ্ছার ঘাটে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের অভিযানে বালু জব্দ

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৮:৩৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের সর্ত্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ফটিকছড়ি ও রাউজান সীমান্তবর্তী হচ্ছারঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে দুই উপজেলা প্রশাসন।

    ৮ জুন (শনিবার) বিকালে ফটিকছড়ি অংশে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।




    অভিযানে সহায়তা করেন ধমর্পুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম।

    এ সময় বালু উত্তলনে জড়িত কাউকে পাওয়া না গেলেও আনুমানিক ৩০ হাজার ঘটফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

    জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।




    এদিকে, হচ্ছার ঘাটের অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা। একই সাথে সর্ত্তা খালের আরো ৩ টি অবৈধ পয়েন্টে অভিযান পরিচালনা করা জরুরী মনে করেন এলাকার সাধারণ মানুষ।

    এ বিষয়ে সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলাম বলেন, ধর্মপুর ইউনিয়নের হচ্ছার ঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে দুইদিক থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আরো যদি থেকে থাকে অভিযান চালানো হবে।

    জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম, কামরুল ইসলাম।




    আরও খবর 27

    Sponsered content