• মহানগর

    যে রাজনীতিতে সংস্কৃতি নেই সেটা অপরাজনীতি: লাকী

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩৩:২৭ প্রিন্ট সংস্করণ

    চটবাণী: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, যে রাজনীতিতে সংস্কৃতি শিল্প সাহিত্য নেই সেখানে মানুষ নেই। সেই রাজনীতি অপরাজনীতি।দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সাংস্কৃতিক উৎসব বাড়াতে হবে। আমরা চাই শিল্পীরা ঐক্যবদ্ধ হবে।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।




    লিয়াকত আলী লাকী বলেন, নদীমাতৃক দেশ। তেরশ’ নদী ছিল। নদীকে ঘিরে আমাদের জীবন ও সংস্কৃতি। চট্টগ্রাম কাউকে অনুকরণ করে না। এখানকার কিছু অনুষ্ঠান অন্যদের জন্য অনুকরণীয়।

    একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাড়ে ছয় হাজার মাতৃভাষা আছে। কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য মনীষীরা আমাদের ঋদ্ধ করেছেন।

    পিঠা উৎসবের মূল লক্ষ্য ঘরে ঘরে দাদি, নানি, মা, বোনদের মূল্যায়ন করা। আগামী শীতে উপজেলা পর্যায়ে এ পিঠা উৎসব করতে চাই। গণজাগরণের শিল্প সমাজ গড়ে তুলতে চাই। আমরা পৃথিবীর সব দেশে শহীদ মিনার গড়তে চাই।




    বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ বলেন, আমার লেখা নাটক আজ মঞ্চস্থ হবে। কর্ণফুলী নদী সম্পর্কে মানুষের ধারণা এ নদীতে চর পড়ে না। এখানকার সংস্কৃতি চর্চা নদীর মতো প্রবহমানতা ধরে রেখেছে। নদী বহমান থাকলে সংস্কৃতি চর্চাও বহমান থাকবে।

    চসিক প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন বলেন, এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম অতীতের সংস্কৃতি ফিরে পাবে।

    সভাপতিত্ব করেন কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সাইফুল আলম বাবু।




    স্বাগত বক্তব্যে জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা নাট্যজন মোসলিম উদ্দিন সিকদার বলেন, দ্বিতীয়বারের মতো এ উৎসব হচ্ছে। সব মাধ্যমের সহস্রাধিক শিল্পীর মিলনমেলা এটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশজুড়ে শিল্পযজ্ঞ শুরু হয়েছে।

    জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত দলীয় সংগীত ও নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

    ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবে থাকছে কথামালা, শতাধিক সংগঠনের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি, নাটক, চিত্র প্রদর্শনী ও বইমেলা চলবে।

    আরও খবর 25

    Sponsered content