• খেলাধুলা

    ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ উদ্বোধন : রামপুরা একাদশের ১গোলে শুভ সূচনা

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৯:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক: মঙ্গলবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে বেলুন উড়িয়ে চট্রগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ৩৪তম আসরে রামপুরা একাদশ ও পাহাড়তলী একাদশ ক্রীড়াচক্রের মধ্যেকার ম্যাচ দিয়ে লিগের সূচনা হয়েছে।




    ইস্পাহানি পাইওনিয়র ফুটবল লিগ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় পিপিএম, বিপিএম (বার) ।

    সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের জিএম(টি-ট্রেড) শাহ মাইনুল হাসান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী,শেখ তৈয়বুর রহমান, চসিকের প্যানেল মেয়র আলহাজ্ব আব্দুস সবুর লিটন,সিজেকেএস সহ সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সংস্থার যুগ্ন সম্পাদক সাবেক ফুটবলার ইবাদুল হক লুলু, ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুল,রাকিব মাহামুদ, মোঃ নাছির উদ্দিন, জহির উদ্দিন, মোঃ মূসা বাবলু, সদস্য মোঃ ফরিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।




    মহানগর ক্রীড়া সংস্থার রেফারি এসোসিয়েশনের সদস্য মুক্তি সাধন বড়ূয়া, সহকারী আঃ আল রানা, ওয়াহিদুল আলম এবং ৪র্থ রেফারি মোঃ আরিফ,ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করেছেন শওকত আলী। খেলায় শেষ মিনিটের রামপুরা একাদশ ফুটবল একাডেমির দেয়া হয় গোলে পাহাড় তরী একাদশ কে পরাজিত করেন।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content