• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৮:২৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মওলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়ে “জাতীয় স্থানীয় সরকার দিবসে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব,ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীব।




    অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ,টি,এম,কামরুল ইসলাম।

    এছাড়া আরোও উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,শাহনেওয়াজ,বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন সাজু,কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ দিদারুল আলম,সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ ইমন।

    মাস্টার মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ,এম,শাহজান চৌধুরী শিপনসহ বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, মেম্বার, ফটিকছড়ি পৌরসার কাউন্সিলর, নাজিরহাট পোরসভার কাউন্সিলরগন ইলিকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা। \




    মেলার উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভা শহিদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তন, উপজেলা পরিষদ, ফটিকছড়ি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

    মেলায় স্থানীয় সরকার এর বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শিত হচ্ছে।

    প্রধান অতিথি তারঁ বক্তব্য বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কা ভোট দিয়ে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, নাজিরহাটের হালদা নদীর পুরাতন ব্রীজের বরাদ্দ হয়ে গেছে দ্রুত টেন্ডার হয়ে যাবে।




    আরও খবর 27

    Sponsered content